কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে ‘জুলাই আন্দোলনে’ নিহত শহীদ আশিকুর রহমান আশিকের স্মরণে নির্মিত “স্ট্রিট মেমোরি স্ট্যাম্প”-এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ জুলাই) বিকেল ৫টায় কুড়িগ্রাম শহরের ঘোষপাড়া শাপলা চত্বরে জেলা পরিষদের অর্থায়নে এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED)-এর বাস্তবায়নে এ ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইউনুছ হোসেন বিশ্বাস, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, কুড়িগ্রাম সদর থানার ওসি মো. হাবিবুল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে শহীদ আশিকের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালিত হয়।
শহীদ আশিকুর রহমান আশিক কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের সাতভিটা এলাকার চাঁদ মিয়ার ছেলে।
জুলাই আন্দোলনের সময় দেশের বিভিন্ন স্থানের মতো কুড়িগ্রামেও যখন ছাত্র-জনতা রাজপথে ফ্যাসিবাদবিরোধী গণআন্দোলনে অংশ নেয়, তখন আশিক বাড়ি থেকে বের হয়ে শাপলা চত্বরে বিক্ষোভে অংশগ্রহণ করেন। সেদিন যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী হামলায় আশিক গুরুতর আহত হন। পরে তাঁকে ঢাকায় চিকিৎসার জন্য নেওয়া হলে তিনি মৃত্যুবরণ করেন।
শহীদ আশিককে স্মরণ করে এ স্মৃতিস্তম্ভ নির্মাণের মাধ্যমে কুড়িগ্রামবাসী তাঁর আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানায়।