কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছে মাত্র ৮ বছরের শিশু আব্দুর রহমান। অথচ অর্থাভাবে থমকে গেছে তার চিকিৎসা। একমাত্র সন্তানের জীবন বাঁচাতে দেশবাসীর কাছে আকুতি জানিয়েছেন অসহায় বাবা-মা।
উপজেলার ভারতীয় সীমান্তঘেঁষা দক্ষিণ বাঁশজানী এলাকার দিনমজুর মোঃ জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী হতাশার সাথে জানালেন, কিছুদিন আগে হঠাৎ করে আব্দুর রহমানের নাক দিয়ে রক্ত পড়া শুরু হয়, চোখে জমাট রক্ত দেখা দেয়। পরে বিভিন্ন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, সে ব্লাড ক্যান্সারে আক্রান্ত।
গত ৭ দিন আগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসকরা দ্রুত তাকে বিশেষায়িত ক্যান্সার হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। শিশুটির উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ২০ থেকে ৩০ লাখ টাকা। অথচ পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি জাহাঙ্গীর আলম গ্রামের একটি বাজারে সাইকেল মেরামতের কাজ করেন। তার পক্ষে এ ব্যয় বহন করা অসম্ভব।
অভাবের তাড়নায় চোখের সামনে ধীরে ধীরে সন্তানকে মৃত্যুর দিকে এগিয়ে যেতে দেখছেন এই হতভাগ্য বাবা-মা। তাই দেশের হৃদয়বান, দয়ালু ব্যক্তি, মানবিক সংগঠন ও সংস্থার কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন তারা।
সাহায্য পাঠানোর ঠিকানা:
বিকাশ (পার্সোনাল): মোঃ জাহাঙ্গীর আলম – ০১৩১০৩১৫১২৬
ব্যাংক হিসাব: জনতা ব্যাংক, ভূরুঙ্গামারী শাখা
হিসাব নম্বর: ০১০০২৬৮০৯৫৮৯১