সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কুড়িগ্রাম সদর উপজেলা কমিটি গঠনর

ওশন আরা সভাপতি, সাধারণ সম্পাদক তারিকুজ্জামান

কুড়িগ্রাম প্রতিনিধি, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কুড়িগ্রাম সদর উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) জেলা প্রাথমিক শিক্ষা অফিস মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রবিউল আউয়াল ফিরোজ।ঘোষিত কমিটিতে দোবারিয়ারভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রওশন আরা বেগম সভাপতি এবং উত্তর ছত্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (৩৪তম বিসিএস নন-ক্যাডার) তারিকুজ্জামান হাসু সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।উপদেষ্টা পরিষদে ১৯ জন এবং কার্যকরী সদস্য হিসেবে ৩১ জনকে মনোনীত করে মোট ৫০ সদস্য বিশিষ্ট এ পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

কমিটি ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার চৌধুরী,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এন.এম. শরিফুল ইসলাম খন্দকার, উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা এবং সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় নবগঠিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সহ-সভাপতি রবিউল আউয়াল ফিরোজ বলেন,

> “সদ্য গঠিত এই কমিটি মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন ও শিক্ষক পেশার মর্যাদা বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা রাখবে বলে আশা করি। রিয়াজ-নজরুলের নেতৃত্বে এ কমিটি আরও গতিশীল হবে এবং শিক্ষকদের ঐক্য ও স্বার্থরক্ষায় বলিষ্ঠ পদক্ষেপ নেবে।”

তিনি সিনিয়র শিক্ষকগণের নিরলস সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নবগঠিত কমিটির সাফল্য কামনা করেন।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *