যশোর প্রতিনিধি:
যশোর কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেফতার মাদক ব্যবসায়ীর নাম মো. মিঠু (৩০)।
রোববার (২৮ জুলাই) সকাল ৮টা ৪৫ মিনিটে যশোর কোতোয়ালি থানার খোলাডাঙ্গা সাকিনস্থ গাজীর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ডিবির একটি চৌকস টিম — এসআই (নিঃ) শেখ আবু হাসান, এসআই (নিঃ) মোল্যা আব্দুল হাই, এএসআই (নিঃ) সৈয়দ শাহীন ফরহাদ, এএসআই (নিঃ) মো. নাজমুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স — এই অভিযান পরিচালনা করেন।
গ্রেফতার মিঠুর বাড়ি যশোর জেলার বেনাপোল পোর্ট থানার পুটখালী পূর্বপাড়ায়। তার বাবার নাম নজরুল ইসলাম এবং মায়ের নাম মনোয়ারা খাতুন।
পুলিশ জানায়, তার হেফাজত থেকে উদ্ধার করা ফেনসিডিলের বাজারমূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় এসআই (নিঃ) মোল্যা আব্দুল হাই বাদী হয়ে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। মামলায় মিঠু ছাড়াও আরও একজনকে পলাতক আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।
গ্রেফতার মিঠুকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং পলাতক আসামিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।