নিজস্ব প্রতিবেদক। চট্টগ্রাম, ২৮ জুলাই ২০২৫:
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) পাহাড়তলী থানা পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে তিনজন ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
শনিবার (২৭ জুলাই) রাত ১১টা ৪৫ মিনিটে এসআই জসিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে হাজী ক্যাম্প এলাকার পরিত্যক্ত একটি ভবনে অভিযান চালিয়ে ডাকাতদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন:
১. মোঃ ইমন (২০),
২. মোঃ মামুন খন্দকার (১৯),
৩. মোঃ ফয়সাল (৩০)।
তাদের কাছ থেকে তিনটি ধারালো টিপ ছোরা, একটি লোহার হাতুরি ও দুটি লোহার রড জব্দ করা হয়েছে। অভিযান চলাকালে ডাকাত দলের আরও কয়েকজন সদস্য পালিয়ে যায়। পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় পাহাড়তলী থানায় একটি মামলা (এফআইআর নং-২৪, তারিখ-২৮.০৭.২০২৫, ধারা ৩৯৯/৪০২ দণ্ডবিধি) রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।