নিজস্ব প্রতিবেদক। ঢাকা, রবিবার, ২৭ জুলাই ২০২৫:
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, “৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর দেশের মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্ম, নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। তারা রাজনীতিতে গুণগত পরিবর্তন চায়। সেই পরিবর্তনের ধারা এগিয়ে নিতে আমরা একটি নতুন জাতীয় পার্টি গড়ে তুলব, যেখানে তরুণদের প্রত্যাশা ও স্বপ্ন বাস্তবায়িত হবে।”
রবিবার সকালে রাজধানীর গুলশানের হাওলাদার টাওয়ারে জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণ শাখার নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, “স্বৈরতন্ত্রের বিরুদ্ধে জাতীয় পার্টি সবসময় ঐক্যবদ্ধ থাকবে। গণতন্ত্র ফিরিয়ে আনতে আমরা দেশের মানুষের কাছে অঙ্গীকারবদ্ধ। জাতীয় পার্টিকে আমরা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। ফিরিয়ে দিতে চাই তৃণমূলের মর্যাদা। পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের গড়ে তোলা জাতীয় পার্টি কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। এটি জনগণের আশা ও অধিকার রক্ষার আন্দোলনের বাহক।”
রুহুল আমিন হাওলাদার বলেন, “জাতীয় পার্টি এখন কেবল বিরোধী শক্তি নয়, বরং জাতির বিকল্প নেতৃত্ব হিসেবে আত্মপ্রকাশ করতে চায়। একটি নেতৃত্ব, যা সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনে নিবেদিত থাকবে এবং পল্লীবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করবে।”
সভায় আরও বক্তব্য রাখেন সাবেক এমপি সৈয়দ আবু হোসেন বাবলা, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টু, যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা, সারফুদ্দিন আহমেদ শিপু, মাসুক আহমেদ, শাহনাজ পারভিন, মোতালেব হোসেন ও জাহিদ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।