সাত দফা দাবিতে ঢাকা আলিয়া মাদ্রাসা শিক্ষার্থীদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

মো. সিয়ামঢাকা আলিয়া প্রতিনিধি। ঢাকা, ২৭ জুলাই ২০২৫, সাত দফা দাবিতে রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার শিক্ষার্থীরা আজ (শনিবার) সকাল ১০টা ৩০ মিনিটে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।

সমাবেশে ছাত্রদল, ছাত্রশিবির, বিপ্লবী ছাত্র পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা একাত্মতা প্রকাশ করে অংশ নেন। অংশগ্রহণ করেন সাধারণ শিক্ষার্থীরাও।

বক্তারা বলেন, “ঢাকা আলিয়ার শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে চরম আবাসন সংকটে ভুগছেন। বারবার দাবি জানানো সত্ত্বেও নতুন হল নির্মাণের প্রকল্প বাস্তবায়ন হয়নি। ক্যাম্পাসের একমাত্র খেলার মাঠ দীর্ঘদিন ধরে অস্থায়ী আদালতের দখলে থাকায় ছাত্রদের চলাফেরা ও পড়াশোনার পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।”

তারা অস্থায়ী আদালত অবিলম্বে সরিয়ে নেওয়া এবং আবাসন সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

শিক্ষার্থীদের সাত দফা দাবি: ১. শিক্ষার্থীদের মৌলিক অধিকার হিসেবে পর্যাপ্ত আবাসনের নিশ্চয়তা। ২. স্থায়ীভাবে আবাসন সংকট নিরসনে নতুন ছাত্রাবাস নির্মাণ। ৩. প্রকল্প বাস্তবায়নের পূর্ব পর্যন্ত বিকল্প আবাসন ও ভর্তুকির ব্যবস্থা। ৪. ক্যাম্পাসে স্থাপিত অস্থায়ী আদালত অবিলম্বে অপসারণ। ৫. ঢাকা আলিয়া মাঠ উন্মুক্ত করে শিক্ষার্থী ও এলাকাবাসীর জন্য ব্যবহারের উপযোগী করা। ৬. মাঠ ও স্থাপনা দখলের অভিযোগ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ। ৭. এসব দাবি বাস্তবায়নে নির্দিষ্ট সময়সীমা ঘোষণা ও তা ছাত্রসমাজের সামনে উপস্থাপন।সমাবেশ শেষে শিক্ষার্থীরা একটি শান্তিপূর্ণ মিছিল সহকারে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অভিমুখে যাত্রা করে।

শিক্ষার্থীরা হুঁশিয়ারি দেন, “দাবি আদায় না হলে আমরা আগামীতে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।”

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *