ভাটারায় অপহৃত ফল ব্যবসায়ী উদ্ধার: পাঁচ অপহরণকারী গ্রেফতার, উদ্ধার মুক্তিপণের টাকা ও মোটরসাইকেল

নিজস্ব প্রতিবেদক | ঢাকা | ২৫ জুলাই ২০২৫

রাজধানীর ভাটারা এলাকা থেকে অপহৃত ফল ব্যবসায়ী জাকির হোসেন (৫৫)-কে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভাটারা থানা পুলিশ। অভিযানে অপহরণকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের হেফাজত থেকে মুক্তিপণের নগদ ২ লাখ ৫৭ হাজার টাকা ও অপহরণে ব্যবহৃত দুটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন: মোহাম্মদ তারিক শাফিন (২৩), কে এম ইসলাম (৩০), তানভীর রহমান স্বাধীন (২২), মোঃ আল নোমান (২২) এবং মোঃ শিপন চৌধুরী (২২)।

ভাটারা থানা সূত্রে জানা যায়, জাকির হোসেন বসুন্ধরা গেট সংলগ্ন লন্ডন একরাম টাওয়ারের পাশে “ভাই ভাই ফল ভান্ডার” নামের দোকান পরিচালনা করেন। গত ২৪ জুলাই ভোররাতে কাওরান বাজার থেকে ফল কিনে ফিরে দোকানে মালামাল গোছানোর সময়, ১৮-২০ জন অজ্ঞাত যুবক ১০-১২টি মোটরসাইকেলে এসে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাকে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

পরদিন দুপুরে অপহরণকারীরা জাকির হোসেনের মোবাইল থেকে তার স্ত্রী তাসলিমা আক্তারের কাছে প্রথমে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। দেন-দরবারের পর তাসলিমা প্রথমে ৫ লাখ এবং পরে আরও ২ লাখ টাকা পরিশোধ করেন। যদিও মুক্তিপণ দেওয়ার পরও অপহরণকারীরা ভিকটিমকে মুক্তি দেয়নি।

এরপর ২৫ জুলাই রাত ৮:৩০টার দিকে তাসলিমা আক্তার ভাটারা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলা রুজুর পরপরই পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান শুরু করে।

অভিযান পরিচালনার মাধ্যমে একই রাত ১১:৩০টার দিকে বেইলি রোডের অফিসার্স ক্লাবের সামনে থেকে অপহৃত জাকির হোসেনকে উদ্ধার করা হয়। এরপর বসুন্ধরা আবাসিক এলাকায় আরও অভিযান চালিয়ে পাঁচ অপহরণকারীকে গ্রেফতার করে পুলিশ।

ভাটারা থানার ওসি জানান, “এই চক্রটি সংঘবদ্ধ অপহরণকারী দলের সদস্য। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পলাতক অন্যান্য সদস্যদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।”

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *