কুড়িগ্রাম প্রতিনিধি | ২৬ জুলাই ২০২৫, শনিবারকুড়িগ্রামে যুব নেতৃত্বকে উৎসাহিত করা এবং মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ইউনিয়নভিত্তিক মতবিনিময় সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদ হলরুমে জাতীয় যুবশক্তি কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবশক্তির আহ্বায়ক মোঃ রশিদ আলী। আরও উপস্থিত ছিলেন সদস্য সচিব তমাল আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিমন, মুখ্য সংগঠক হাফিজুর রহমান বাবু এবং জেলা যুবশক্তির অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, “বর্তমানে মাদকের ভয়াবহ বিস্তার সামাজিক স্থিতিশীলতার জন্য এক বড় হুমকি। এ থেকে সমাজ ও যুবসমাজকে রক্ষা করতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে।”
সভা শেষে উপস্থিত শতাধিক স্থানীয় মানুষের মাঝে বনজ ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়। আয়োজকরা জানান, গাছ লাগানো ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে পরিবেশ রক্ষা ও সচেতনতামূলক উদ্যোগ আরও সম্প্রসারিত হবে।