হাকিমপুর ও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শনে দিনাজপুর পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন

মাহবুব হোসেন মেজর, দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুর জেলার হাকিমপুর ও ঘোড়াঘাট সার্কেল অফিস, হাকিমপুর থানা এবং হিলি ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন।
গত ২৪ জুলাই ২০২৫ ইং তারিখ বৃহস্পতিবার তিনি এসব এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার হাকিমপুর সার্কেল অফিসের বিভিন্ন কার্যক্রম, নথিপত্র এবং প্রশাসনিক ব্যবস্থা পর্যালোচনা করেন। তিনি অফিসের সার্বিক কাজের মান উন্নয়নে প্রয়োজনীয় দিক-নির্দেশনাও প্রদান করেন। পরিদর্শন শেষে তিনি পরিদর্শন বহিতে মন্তব্য ও স্বাক্ষর করেন।

এরপর হাকিমপুর ও ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আ.ন.ম. নিয়ামত উল্লাহর অফিস পরিদর্শন করেন পুলিশ সুপার। এছাড়া হাকিমপুর থানায় কর্মরত অফিসার ইনচার্জ মো. নাজমুল হকসহ সকল কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

তিনি থানার ফোর্সদের উদ্দেশে বলেন,

“আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার পাশাপাশি সাধারণ জনগণের সাথে পেশাদারিত্ব ও মানবিক আচরণ বজায় রাখতে হবে। জনগণের আস্থা অর্জনই পুলিশ সদস্যদের প্রধান দায়িত্ব।”

হিলি ইমিগ্রেশন চেকপোস্টে পরিদর্শনকালে চলমান কার্যক্রম এবং যাত্রী সেবার মান নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন পুলিশ সুপার।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *