স্টাফ রিপোর্টার | ২৪ জুলাই ২০২৫
দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) দেশের তিনটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তিনটি পৃথক অভিযান পরিচালনা করেছে। অভিযানে প্রকল্প সংশ্লিষ্ট বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহ এবং সংশ্লিষ্টদের বক্তব্য নেওয়া হয়েছে।
✅ অভিযান ০১: সমবায় মডেল গ্রাম প্রকল্পে অনিয়মের অভিযোগ
ঢাকার আগারগাঁওয়ে সমবায় অধিদপ্তরের ‘সমবায় মডেল গ্রাম প্রতিষ্ঠা পাইলট প্রকল্পে’ অর্থ আত্মসাতসহ নানা অনিয়মের অভিযোগের ভিত্তিতে দুদকের প্রধান কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট টিম সরেজমিনে অভিযান পরিচালনা করে।
টিম জানতে পারে, দেশের ৭টি বিভাগের ৯টি জেলার ১০টি উপজেলায় এ প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে, যেখানে ৫ হাজার উপকারভোগী অন্তর্ভুক্ত রয়েছে। ১০টি কমিউনিটি ভবন নির্মাণ ও ১৫০০ লক্ষ টাকা ঋণ বিতরণসহ নানা কর্মকাণ্ড চলমান রয়েছে। অভিযানে প্রাথমিকভাবে প্রকল্পে অনিয়ম ও অর্থ আত্মসাতের সত্যতা প্রতীয়মান হয়েছে বলে দুদক সূত্রে জানা গেছে। সংগৃহীত তথ্য যাচাই শেষে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।
✅ অভিযান ০২: টাঙ্গাইলে যুব উন্নয়ন অধিদপ্তরের অর্থ আত্মসাত তদন্তে অভিযান
টাঙ্গাইলে যুব উন্নয়ন অধিদপ্তরের ই-লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্পে প্রশিক্ষণের অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের জেলা কার্যালয় থেকে আরেকটি অভিযান পরিচালিত হয়। অভিযানে প্রশিক্ষণার্থী, কো-অর্ডিনেটর ও ইন্সট্রাক্টরদের সঙ্গে কথা বলেন তদন্তকারীরা।
টিম জানতে পারে, প্রশিক্ষণের খরচ হিসেবে প্রধান কার্যালয় থেকে বরাদ্দ পাওয়া অর্থ কো-অর্ডিনেটরের ব্যক্তিগত একাউন্টে পাঠানো হয় এবং অনলাইন ক্লাসে অংশগ্রহণকারীদের জন্য বরাদ্দ অর্থ বিতরণে অনিয়ম রয়েছে। অভিযানে এসব অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে জানানো হয়।
✅ অভিযান ০৩: শরীয়তপুরের গোসাইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে সেবায় অনিয়ম
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবায় অনিয়ম এবং হয়রানির অভিযোগে দুদক, মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয় একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে। টিম রোগীদের সঙ্গে কথা বলেন, ওয়ার্ড পরিদর্শন করেন এবং খাবার ও চিকিৎসা সংক্রান্ত রেকর্ড পর্যালোচনা করেন।
অভিযানে দেখা যায়, রোগীদের ৬৫ টাকা মূল্যের খাবারের পরিবর্তে নিম্নমানের মোটা চালের ভাত সরবরাহ করা হচ্ছে। এছাড়া চিকিৎসক ও টেকনিশিয়ানের সংকটের কারণে রোগীরা যথাযথ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ পাওয়া যায়।
তিনটি অভিযানের ফলাফল যাচাইপূর্বক পৃথকভাবে কমিশনের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছে দুদক।