ঢাকা আলিয়ায় নতুন হলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শ্লোগানে মুখরিত আলিয়া ক্যাম্পাস: “জমি আছে, হল নাই—এমন ক্যাম্পাস নাই”

মোঃ সিয়াম
ঢাকা আলিয়া প্রতিনিধি

সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকায় দীর্ঘদিনের আবাসিক সংকট ও নতুন হল নির্মাণের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১২টা ৩০ মিনিটে কাশগরী হল মাঠ থেকে শুরু হওয়া মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে অধ্যক্ষের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে শিক্ষার্থীরা “জমি আছে, হল নাই—এমন কোন ক্যাম্পাস নাই”, “হল চাই, হল দে—নইলে গদি ছাইড়া দে”, “আবাসিক হলে সিট চাই—এটা আমাদের অধিকার” ইত্যাদি স্লোগান দেন।

বিক্ষোভে শিক্ষার্থীদের বক্তব্য:

ঢাকা আলিয়ার ছাত্রসংগঠন শিবিরের সভাপতি আব্দুল আলিম বলেন,

“সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার শিক্ষার্থীরা আবাসনের সংকটে ভুগছে। মাঠ দখল করে রাজনৈতিক উদ্দেশ্যে আদালত বসানো হয়েছে। প্রশাসন নিরব, অথচ শিক্ষার্থীরা রাস্তায়, মসজিদে রাত কাটাচ্ছে। এ যেন পরিকল্পিত অবহেলা।”

তিনি আরও বলেন,

“ঢাকা আলিয়ার জমি ছাত্রদের, আদালতের নয়। এই দখলদারিত্ব বন্ধ করে নতুন হল নির্মাণ না হলে বৃহত্তর আন্দোলনে যেতে শিক্ষার্থীরা বাধ্য হবে।”

কামিল বিভাগের শিক্ষার্থী ওমর ফারুক বলেন,

“৩০০ জনের সিটে কয়েক হাজার শিক্ষার্থী পড়ছে। মেসে থাকার খরচ, নিরাপত্তাহীনতা, সীমাহীন কষ্ট—এসব নিয়েই চলছে শিক্ষাজীবন। অথচ প্রশাসন নিরব।”

তিনি বলেন,

“এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে এখনো পর্যন্ত একটি একাডেমিক ভবন বা আবাসিক হল নির্মিত হয়নি। নতুন হল নির্মাণে জমি থাকলেও উদ্যোগ নেই। আমরা বিলাসিতা চাই না, চাই মাথা গোঁজার ঠাঁই।”

অধ্যক্ষের প্রতিক্রিয়া:

আবাসন সংকট প্রসঙ্গে জানতে চাইলে অধ্যক্ষ মোহাম্মদ ওবায়দুল হক বলেন,

“শিক্ষার্থীদের লিখিত দাবি পেয়েছি। সচিব মহোদয়সহ সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করে সমস্যার সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।”


সংশ্লেষ:

ঢাকা আলিয়ার শিক্ষার্থীদের এ আন্দোলন শুধু নতুন হল নির্মাণের দাবি নয়, এটি ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলন। শতবর্ষী প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের এমন আবাসন সংকট এবং প্রশাসনিক নিরবতা প্রশ্ন তোলে শিক্ষা ব্যবস্থার মানবিকতার ওপর। এখন সময় এসেছে যথাযথ নীতিনির্ধারকদের সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা নেওয়ার।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *