কুড়িগ্রামে দুই শতাধিক খামারির মাঝে টিকা ও কৃমিনাশক ঔষধ বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি, কুড়িগ্রামের ৯টি উপজেলায় গবাদি পশু ও হাঁস-মুরগিকে বিভিন্ন রোগ থেকে সুরক্ষার লক্ষ্যে ভ্যাকসিনেশন ও বিনামূল্যে কৃমিনাশক ঔষধ বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর।

এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সারডোব এলাকায় দুই শতাধিক খামারির মাঝে গবাদি পশুর জন্য টিকা ও কৃমিনাশক ঔষধ বিতরণ করা হয়।

বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান এবং সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. কামরুল ইসলামসহ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারা।

ডা. মো. হাবিবুর রহমান বলেন,

> “জেলার প্রতিটি উপজেলায় ভ্যাকসিনেশন কার্যক্রম চলমান রয়েছে। এতে গবাদি পশু ও হাঁস-মুরগিকে বিভিন্ন রোগ থেকে সুরক্ষিত রাখতে টিকা প্রদান করা হচ্ছে। একই সঙ্গে কৃমি সংক্রমণ প্রতিরোধে বিনামূল্যে কৃমিনাশক ঔষধ বিতরণ করা হচ্ছে।”

তিনি আরও জানান, সরকারের এই কার্যক্রমের ফলে খামারিরা উপকৃত হচ্ছেন এবং প্রাণিসম্পদের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে।স্থানীয় খামারিরা জানান, এই ধরনের সহায়তা নিয়মিত পেলে পশু পালন আরও লাভজনক হবে এবং তাদের স্বাস্থ্য ঝুঁকি অনেকটাই কমে যাবে।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *