রাজধানীতে যুদ্ধবিমান বিধ্বস্তে নিহত ও আহতদের জন্য কুড়িগ্রামে স্কুলে স্কুলে দোয়া ও শোক পালন

কুড়িগ্রাম প্রতিনিধি:
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ২৭ জন নিহত এবং ১৭১ জন আহত হওয়ার ঘটনায় সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।

আজ মঙ্গলবার (২২ জুলাই) জেলার সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

সকালে চিলমারীর হলি চাইল্ড এভার কেয়ার স্কুলে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার পর শিক্ষক-শিক্ষার্থীরা এক মিনিট নীরবতা পালন করেন। পরে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

স্কুলটির সহকারী শিক্ষক রেজাউল করিম বলেন,

“প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের আরোগ্য কামনায় দোয়া করা হয়েছে। যাতে ভবিষ্যতে আর কোনো নিষ্পাপ শিক্ষার্থী এমন পরিণতির শিকার না হয়, আমরা সেই প্রার্থনাই করেছি। বিশেষভাবে যে সাহসিকতার সঙ্গে শিক্ষিকা মাহারিন এতগুলো প্রাণ বাঁচিয়ে নিজে শহীদ হয়েছেন, তাঁর আত্মার শান্তিও কামনা করছি।”

এছাড়া কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়েও শোক পালন ও দোয়ার আয়োজন করা হয়। স্কুলের আইসিটি শিক্ষক মোঃ আল-আমিন হক বলেন,

“মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। আহত ও শহীদদের প্রতি আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে গভীর শোক ও শ্রদ্ধা জানানো হয়েছে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সবাই দোয়ায় অংশগ্রহণ করেছেন।”

উল্লেখ্য, এই শোকাবহ ঘটনায় সারাদেশের মতো কুড়িগ্রামের মানুষও গভীরভাবে ব্যথিত। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এমন উদ্যোগে ফুটে উঠেছে তাদের মানবিকতা ও সহমর্মিতা।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *