কুড়িগ্রাম প্রতিনিধি “মাদককে না বলুন, সুস্থ সমাজ গড়ুন”—এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ। মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বাড়াতে সোমবার (২১ জুলাই) বিকেলে এ কর্মসূচির আয়োজন করে উপজেলা মাদক প্রতিরোধ কমিটি।
র্যালিটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভায় পরিণত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা এবং সঞ্চালনায় ছিলেন সাংবাদিক হাবিবুর রহমান হাবিব। স্বাগত বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনুমা তারান্নুম।অনুষ্ঠানে বক্তব্য দেন—আব্দুল আজিজ নাহিদ, জেলা সমন্বয়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনমুকুল মিয়া, জেলা সভাপতি, এনসিপিডা. নজরুল ইসলাম খাঁন, জেলা আহ্বায়ক, এবি পার্টিমাওলানা নিজাম উদ্দিন, জেলা সেক্রেটারি, জামায়াতে ইসলামীঅধ্যাপক হাসিবুর রহমান হাসিব, যুগ্ম আহ্বায়ক, কুড়িগ্রাম জেলা বিএনপিঅধ্যাপক শফিকুল ইসলাম বেবু, আহ্বায়ক, জেলা মাদক প্রতিরোধ কমিটিএছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
রফিকুল ইসলাম, সহকারী পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর
শাহাদত হোসেন, সহকারী পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর
হুমায়ুন কবির, উপপরিচালক, সমাজসেবা অধিদপ্তর
ডা. মো. শহিদুল্লাহ, তত্ত্বাবধায়ক, কুড়িগ্রাম সদর হাসপাতাল
লেফটেন্যান্ট নাহিয়ান আহমেদ ফারাবী, কমান্ডার, কুড়িগ্রাম সেনা ক্যাম্পলেফটেন্যান্ট কর্নেল মাহাবুব উল হক, অধিনায়ক, ২২ বিজিবি
মো. মাহফুজার রহমান, পুলিশ সুপার, কুড়িগ্রাম
বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি, যা প্রতিরোধে শুধু প্রশাসনিক ব্যবস্থা নয়, প্রয়োজন সম্মিলিত সামাজিক সচেতনতা ও অংশগ্রহণ। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টাতেই সম্ভব মাদকমুক্ত সমাজ গঠন।তারা ফুলবাড়ীসহ গোটা কুড়িগ্রাম জেলাকে মাদকমুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং এই সচেতনতামূলক কার্যক্রমকে আরও বেগবান করতে সর্বস্তরের সহযোগিতা কামনা করেন।