এসএসসিতে কুড়িগ্রাম শীর্ষে ‘আপন’: পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক

কুড়িগ্রাম প্রতিনিধি, অসুস্থ মা ও পঙ্গু বাবার ভরসা কিশোর নুরুন্নবী ইসলাম আপন। বয়সে কিশোর হলেও সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েই তিনি কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার প্রত্যন্ত গ্রাম আন্ধারীঝারে বেড়ে উঠেছেন। পরিবারের হাল ধরার পাশাপাশি নিজের ভবিষ্যত গড়ার লড়াইটাও চালিয়ে যাচ্ছেন কঠোর অধ্যবসায় ও অদম্য মানসিকতায়।

সকালে ও বিকেলে তিনটি টিউশনি করে নিজের ও পরিবারের খরচ জোগান, আর রাতে একাগ্রচিত্তে পড়াশোনায় ডুবে যান। সেই সংগ্রামী কিশোরই এবারের এসএসসি (কারিগরি) পরীক্ষায় ২,৩৩০ নম্বর পেয়ে কুড়িগ্রাম জেলার সর্বোচ্চ ফল অর্জন করেন।আপনের এই কৃতিত্ব গণমাধ্যমে প্রচারিত হলে তা নজরে আসে কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানার। আজ সোমবার (২১ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে নিজ হাতে আপনকে আর্থিক সহায়তার চেক প্রদান করেন তিনি।

জেলা প্রশাসক বলেন, “আপনের মতো মেধাবী, পরিশ্রমী ও দায়িত্বশীল শিক্ষার্থীরা সমাজের জন্য আলোকবর্তিকা। তার উচ্চশিক্ষার পথে যেন কোনো বাধা না আসে, সে বিষয়ে আমরা প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করব। আপনার সাফল্যে আজ কুড়িগ্রাম গর্বিত।” তিনি আরও বলেন, “আপন শুধু কুড়িগ্রাম নয়, দেশের প্রত্যন্ত অঞ্চলের অনেক শিক্ষার্থীর জন্য এক অনুপ্রেরণা হয়ে উঠেছে।” চেক প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবুসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *