ভূরুঙ্গামারীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

কুড়িগ্রাম প্রতিনিধি, কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র।

রোববার (২০ জুলাই) বিকেলে উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ইউএনও নিজেই। এতে উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রায় অর্ধশত সংবাদকর্মী অংশগ্রহণ করেন।

সভায় ভূরুঙ্গামারী উপজেলার উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনা নিয়ে উন্মুক্ত আলোচনা হয়। বক্তব্য রাখেন ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, সহ-সভাপতি এস. এম. গোলাম মোস্তফা, যুগ্ম সম্পাদক শামসুজ্জোহা সুজন, প্রচার সম্পাদক রবিউল আলম লিটন, সদস্য রফিকুল ইসলাম রঞ্জু, মোকলেছুর রহমান ও সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন।

বক্তারা মাদক নির্মূল, শিক্ষার মানোন্নয়ন, ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন, পর্যটন কেন্দ্র নির্মাণ এবং স্থলবন্দরের অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত তুলে ধরেন।

সভায় ইউএনও দীপ জন মিত্র বলেন, “ভূরুঙ্গামারীর সার্বিক উন্নয়নে পরিকল্পনা গ্রহণ করে পর্যায়ক্রমে তা বাস্তবায়নের চেষ্টা করা হবে।” তিনি সকলের সহযোগিতা কামনা করেন এবং সাংবাদিকদের গঠনমূলক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *