ঝালকাঠি প্রতিনিধি: মো. নাঈম মল্লিকজুলাই-আগস্ট মাসে সংঘটিত বিভিন্ন গণআন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় নলছিটি ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৯ জুলাই) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতৃবৃন্দ—রাকিব, হিমেল, জুবায়ের, রাতুলসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
ছাত্রনেতারা বলেন, “শহীদদের আত্মত্যাগ আমাদের জাতীয় ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়। গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানুষের অধিকার আদায়ের সংগ্রামে তাঁদের অবদান চিরস্মরণীয়। আমরা এই আত্মত্যাগকে সম্মান জানিয়ে গণতান্ত্রিক চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।”
দোয়া ও মিলাদ শেষে দেশের শান্তি, অগ্রগতি এবং গণতান্ত্রিক আন্দোলনের সফলতার জন্য বিশেষ মোনাজাত করা হয়।