কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের চর সিতাইঝাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে যুব নেতৃত্ব বিকাশ ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ইউনিয়নভিত্তিক মতবিনিময় সভা এবং গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) জাতীয় যুবশক্তি কুড়িগাম জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আহ্বায়ক এম. রশিদ আলী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব তারিকুজ্জামান তমাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিমন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব শহিদুল ইসলাম, মুখ্য সংগঠক হাফিজুর রহমান বাবু, যুগ্ম সদস্য সচিব মো. জুয়েল রানা, নাহিদ বাবু, রিপনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে এম. রশিদ আলী বলেন, “গ্রাম পর্যায়ের যুব সমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে হলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা তৈরি করতে হবে। এ লক্ষ্যে জাতীয় কনসার্ন ফর পিপল (এনসিপি)-এর কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ কুড়িগ্রামে বিশেষভাবে কাজ করে যাচ্ছেন।”
উক্ত কর্মসূচির অংশ হিসেবে অংশগ্রহণকারীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়, যা পরিবেশ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আগামী প্রজন্মের জন্য সবুজ ভবিষ্যৎ গড়ার প্রতীক হিসেবে বিবেচিত।