কুড়িগ্রাম প্রতিনিধি, ১৯ জুলাই ২০২৫:
কুড়িগ্রামে ১৯৭১ সালের জুলাই-আগস্ট মাসে গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ৬ জন বীর শহীদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় কুড়িগ্রাম কালেক্টরেট চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার মাহফুজুর রহমান, শহীদ পরিবারের সদস্যরা, গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে শহীদদের স্মরণ এবং পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্য তুলে ধরা হয়।