কুড়িগ্রাম প্রতিনিধি, ১৯ জুলাই ২০২৫:
ফ্যাসিবাদবিরোধী জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুড়িগ্রামে নির্মাণ হতে যাচ্ছে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’। সোমবার (১৯ জুলাই) বেলা ১১টায় কুড়িগ্রাম স্টেডিয়াম সংলগ্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে এই স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মাহফুজুর রহমান, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ছয় পরিবারের সদস্য, অংশগ্রহণকারী বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এ স্মৃতিস্তম্ভটি হবে জেলার অন্যতম গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক নিদর্শন, যা ভবিষ্যৎ প্রজন্মকে স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য ত্যাগের স্মৃতি স্মরণ করিয়ে দেবে।