নিজস্ব প্রতিবেদক। চট্টগ্রাম, ১৮ জুলাই ২০২৫:
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানা পুলিশের অভিযানে ২,৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল করিমের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে নতুন রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন:
১. ফাতেমা বেগম ওরফে রাজিয়া (৫০), স্বামী– সোনা মিয়া, সাং– নোয়াখালী পাড়া, ৯নং ওয়ার্ড, বাহারছড়া ইউনিয়ন, থানা– টেকনাফ, জেলা– কক্সবাজার।
২. মনোয়ারা বেগম (৪০), স্বামী– নুরুল আলম, সাং– কচ্ছপিয়া, ৮নং ওয়ার্ড, বাহারছড়া ইউনিয়ন, থানা– টেকনাফ, জেলা– কক্সবাজার।
৩. সেনোয়ারা বেগম (৩৫), স্বামী– হোসেন আহমেদ, সাং– নোয়াখালী পাড়া, ৯নং ওয়ার্ড, বাহারছড়া ইউনিয়ন, থানা– টেকনাফ, জেলা– কক্সবাজার।
তাদের হেফাজত থেকে ২,৪০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এ বিষয়ে কোতোয়ালী থানায় মামলা নম্বর-৩১, তারিখ: ১৮ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ অনুযায়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২০) এর ৩৬(১) সারণির ১০(খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
কোতোয়ালী থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে সিএমপির জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।