ঝালকাঠি জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক। ঢাকা, ১৫ জুলাই ২০২৫:
বৈষম্যবিরোধী আন্দোলনে সংঘটিত ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমানকে (৫৬) গ্রেফতার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে রাজধানীর উত্তরা থানাধীন বিএনএস সেন্টারের ষষ্ঠ তলায় অবস্থিত স্টার প্লাস হোটেলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা গেছে, মোহাম্মদ হাবিবুর রহমান ঝালকাঠি সদর থানায় দায়ের হওয়া তিনটি মামলার এজাহারনামীয় আসামি। মামলাগুলোর প্রতিটিই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা হয়েছিল।

ঝালকাঠি সদর থানা পুলিশের অনুরোধে এবং মামলা সংশ্লিষ্ট তথ্য যাচাই-বাছাই করে রাজধানীতে তার অবস্থান শনাক্ত করা হয়। এরপরই ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মোহাম্মদ হাবিবুর রহমানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে ঝালকাঠি সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *