নিজস্ব প্রতিবেদক। ঢাকা, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫:
দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সড়ক, রেল ও নৌপথের সমন্বয়ে একটি দীর্ঘমেয়াদী ও সমন্বিত পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মর্যাদায়) ড. শেখ মইনউদ্দিন।
তিনি বলেন, “বিশ্বের অনেক উন্নত দেশে ৩০ থেকে ৩৫ শতাংশ যাত্রী ও পণ্য রেলপথে পরিবহন করা হয়। কিন্তু বাংলাদেশে এ হার মাত্র ২ শতাংশ। এই ব্যবধান কমিয়ে রেলপথের সক্ষমতা বাড়াতে হবে।” এজন্য তিনি রেল, সড়ক ও নৌ যোগাযোগ অবকাঠামোর যুগপৎ উন্নয়নের লক্ষ্যে একটি সমন্বিত মহাপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের ওপর জোর দেন।
বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজধানীর রেলভবনে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. মইনউদ্দিন আরও বলেন, “রেলওয়ে একটি সম্ভাবনাময় খাত। দক্ষতা, আন্তরিকতা ও দেশপ্রেম নিয়ে কাজ করলে এই খাতকে জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তিতে রূপান্তর করা সম্ভব।”
রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন, রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি), রেলওয়ে পুলিশ এবং রেলপথ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।