নাচনমহলে ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

ঝালকাঠি প্রতিনিধি: মোঃ নাঈম মল্লিক

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল ইউনিয়ন শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (১৬ জুলাই) ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ, বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা এবং সরকারি খাস জমিতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সদ্য সাবেক সভাপতি মো. রাকিব হোসাইন (আমির), বর্তমান সভাপতি হাফেজ সোহাগ বিন হাবিব, সাধারণ সম্পাদক মুহাম্মদ শাকিলসহ ইউনিয়ন শাখার অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, “পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। ইসলামী ছাত্র আন্দোলন সবসময় দেশ ও সমাজের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা রেখে চলেছে।”

আয়োজকরা জানান, এ ধরনের সামাজিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *