কুড়িগ্রাম প্রতিনিধি, কুড়িগ্রামের ৯টি উপজেলায় গবাদি পশু ও হাঁস-মুরগিকে রোগমুক্ত রাখতে টিকা প্রদান ও বিনামূল্যে কৃমিনাশক বিতরণ কার্যক্রম চালাচ্ছে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর।এরই অংশ হিসেবে বুধবার (১৬ জুলাই) দুপুরে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চর যাত্রাপুর এলাকায় টিকা ও কৃমিনাশক বিতরণ কার্যক্রম পরিচালনা করেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. কামরুল ইসলাম। এ সময় শতাধিক খামারি তাদের গবাদি পশুর জন্য এই সেবা গ্রহণ করেন।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান বলেন, “জেলার ৯টি উপজেলায় এ কার্যক্রম চলমান রয়েছে। এতে গবাদি পশু ও হাঁস-মুরগিকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করতে টিকা প্রদান করা হচ্ছে এবং কৃমি সংক্রমণ প্রতিরোধে বিনামূল্যে কৃমিনাশক বিতরণ করা হচ্ছে।”
তিনি আরও বলেন, এই কার্যক্রমের মাধ্যমে খামারিরা যেমন সচেতন হচ্ছেন, তেমনি পশুসম্পদের উৎপাদনশীলতাও বৃদ্ধি পাচ্ছে।