কুড়িগ্রাম প্রতিনিধি
“এবি পার্টি কোনো টাকার খনি নয়, এখানে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, টেন্ডারবাজ কিংবা প্রভাবশালী নেতা নেই। যারা নিঃস্বার্থভাবে এই দলে যুক্ত হয়েছেন, তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন।” — বলেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও সাবেক সচিব এ এফ এম সোলায়মান চৌধুরী।
মঙ্গলবার (১৫ জুলাই) রাতে কুড়িগ্রাম শহরের সবুজপাড়া এলাকার দলীয় কার্যালয়ে এবি পার্টির কুড়িগ্রাম জেলা শাখার কর্মী যোগদান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন এবি পার্টি কুড়িগ্রাম জেলা আহ্বায়ক ডা. মো. নজরুল ইসলাম খান। সঞ্চালনা করেন জেলা সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সদস্য সচিব জাহিদুল ইসলাম জুয়েল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজর আলী, অর্থ সম্পাদক পনির উদ্দিন প্রমুখ। এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ এফ এম সোলায়মান চৌধুরী বলেন, “আমরা ১৯৭১ সালে যে আদর্শ নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলাম, সেই সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই এবি পার্টির যাত্রা। এই আদর্শকে বাস্তবে রূপ দিতে আমরা কাজ করছি।”
জেলা আহ্বায়ক ডা. মো. নজরুল ইসলাম খান বলেন, “আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দিতে চাই। কুড়িগ্রামের নদীভাঙন, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় এবং বেকারত্ব দূর করতে এবি পার্টি কাজ করবে। জেলার শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নেও দলটি কার্যকর ভূমিকা রাখবে।”
সদস্য সচিব জাহিদুল ইসলাম জুয়েল বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ আমাদের আন্দোলনের প্রেরণা। তাদের স্মরণে আমরা দোয়া ও শ্রদ্ধা নিবেদন করি।”
অনুষ্ঠান শেষে জেলার বিভিন্ন এলাকার ১৫ জন নতুন সদস্য এবি পার্টিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।