কুড়িগ্রামে মাছের উৎপাদন বৃদ্ধিতে পোনা অবমুক্ত ও বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কুড়িগ্রামে মৎস্য চাষিদের মাঝে মাছের পোনা বিতরণ এবং নিউ টাউন পার্কের জেলা প্রশাসক কার্যালয়সংলগ্ন পুকুরসহ বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

সোমবার (১৪ জুলাই) বিকেল ৫টায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এবিএম কুদরত-এ-খুদা, কুড়িগ্রাম পৌরসভার প্রশাসক মোঃ আসাদুজ্জামান, এলজিইডি কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী মোঃ ইউনুস আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদা পারভীন, এনডিসি মেসবাহ্ উদ্দিন, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মোঃ বজলুর রশিদ, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, আইনজীবী অ্যাড. শাহনাজ বেগম, বিএনপি নেতা মোঃ জহুরুল আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক মোঃ আব্দুল আজিজ নাহিদ, জেলা বিএনপির সদস্য আবু দারদা হেলালসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।অনুষ্ঠানে জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, “দেশে মাছের ঘাটতি পূরণে জলাশয় ও পুকুরে মাছ চাষ বাড়াতে হবে। এতে মানুষের চাহিদা পূরণের পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নেও বড় ভূমিকা রাখবে। মৎস্য চাষে উৎসাহ দিতে মৎস্যজীবীদের সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।”

উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় কুড়িগ্রাম সদর উপজেলায় মাছের আবাসস্থল পুনরুদ্ধার এবং পরিবেশবান্ধব পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এই কর্মসূচির অংশ হিসেবে রুই, কাতল, মৃগেলসহ কাব প্রজাতির বিভিন্ন মাছের পোনা নিউ টাউন পার্কের পুকুরে অবমুক্ত করা হয়। এছাড়াও ২৬ জন মাছচাষির মাঝে ৭ কেজি করে বিভিন্ন প্রজাতির মাছের পোনা বিতরণ করা হয়।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *