কুড়িগ্রাম প্রতিনিধি, কুড়িগ্রামে স্থানীয় পর্যায়ে তৃণমূল সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও)-দের আইনগত সহায়তা প্রদান বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জুলাই) বিকেলে কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদের হলরুমে এই মতবিনিময় সভার আয়োজন করে সুশীল প্রকল্পের আওতায় গঠিত সিএসও হাব, সহযোগিতায় ছিল ব্লাস্ট (বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট)।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও কুড়িগ্রামের জেলা ও দায়রা জজ মোসাম্মৎ ইসমত আরা।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “লিগ্যাল এইড অফিস কুড়িগ্রাম আপনাদের সিএসওদের সাথে সমন্বয়ে কাজ করবে এবং আপনাদের প্রস্তাবনা অনুযায়ী আইনগত সহায়তা কার্যক্রম আরও জোরদার করা হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদা পারভীন, কুড়িগ্রাম জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ হুমায়ুন কবির, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আব্দুল হালিম, ব্লাস্ট-এর লিগ্যাল স্পেশালিস্ট অ্যাডভোকেট রবিউল ইসলাম মজুমদার, অ্যাডভোকেট দিলরুবা রহমান, হাব সভাপতি সাঈদা ইয়াসমিন, গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও হাবের সাধারণ সম্পাদক এম রশিদ আলীসহ জেলার বিভিন্ন সিএসও নেতৃবৃন্দ।
সভায় সিএসও নেতৃবৃন্দ তৃণমূলে আইনগত সহায়তার চাহিদা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতামত তুলে ধরেন।