কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতাধীন ইনস্টিটিউশনাল লাইভস্টক ডেভেলপমেন্ট প্রজেক্ট (আইএলডিপি) কার্যক্রম পরিদর্শন করেছেন রংপুর বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডাঃ আব্দুল হাই সরকার।
সোমবার (১৪ জুলাই) দুপুরে সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নে প্রকল্পস্থল পরিদর্শন করেন তিনি। তার সঙ্গে ছিলেন অধিদপ্তরের উপ-প্রধান মহামারী বিশেষজ্ঞ (ডিসিই) ডাঃ রফিকুল আলম।পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান, আইএলডিপি প্রকল্পের প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ শামসুর রহমান সুমন, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ কামরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরিদর্শনকালে কর্মকর্তারা প্রকল্পের বিভিন্ন কার্যক্রম প্রত্যক্ষ করেন এবং স্থানীয় খামারিদের সাথে মতবিনিময় করেন। তারা প্রকল্পের অগ্রগতি, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও খোঁজখবর নেন।উল্লেখ্য, প্রাণিসম্পদ উন্নয়ন ও খামারিদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আইএলডিপি প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।