মোঃ সিয়াম
ঢাকা আলিয়া প্রতিনিধি
সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার পূর্ব পাশে, কাশগরী হলের প্রবেশপথসংলগ্ন রাস্তাটি এখন কার্যত পরিণত হয়েছে সিটি কর্পোরেশনের ময়লার ভাগাড়ে। প্রতিদিন সেখানেই ফেলা হচ্ছে বিভিন্ন আবাসিক ভবনের আবর্জনা, যার ফলে গোটা ক্যাম্পাসে ও দুইটি আবাসিক হলে ছড়িয়ে পড়ছে তীব্র দুর্গন্ধ। দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা এ অবস্থার মধ্যে থাকলেও কোনো স্থায়ী সমাধান এখনো হয়নি।
স্থানীয় সূত্র জানায়, সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা নিয়মিতভাবে আশপাশের আবাসিক ভবনের ময়লা এনে এই রাস্তায় ফেলে যাচ্ছেন। অথচ ওই স্থানে দেয়ালে স্পষ্ট লেখা রয়েছে: “এখানে ময়লা ফেলা নিষেধ।” এমনকি রাতের বেলায় ট্রাক এসে এসব ময়লা সরিয়ে নেওয়া হলেও সারাদিন মাদ্রাসার শিক্ষার্থীদের দুর্গন্ধ সহ্য করতে হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, তারা একাধিকবার পরিচ্ছন্নতা কর্মীদের অনুরোধ করেছেন যেন এখানে ময়লা না ফেলা হয়। কিন্তু কোনো কথাই শোনা হয়নি। এ বিষয়ে এক পরিচ্ছন্নতা কর্মী বলেন,
“আমাদের যেখানে ময়লা ফেলতে বলা হয়, আমরা সেখানেই ফেলি। আপনারা চাইলে সিটি কর্পোরেশনের অফিসে কথা বলতে পারেন।”
মাদ্রাসার শিক্ষার্থী আরাফাত বলেন,
“দক্ষিণ সিটি কর্পোরেশনের অনুমতিতে মাদ্রাসার গেটের সামনেই ময়লার ভাগাড় বানানো হয়েছে। হালকা বাতাসেই দুর্গন্ধে দম বন্ধ হয়ে আসে। ক্লাসে মন বসে না, খাওয়া-দাওয়াও ঠিকভাবে করা যায় না। এটা কি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ হতে পারে?”
নুর আহমেদ নামে আরেক শিক্ষার্থী বলেন,
“এটি প্রশাসনের অবহেলার চরম উদাহরণ। বারবার অভিযোগ জানালেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। সিটি কর্পোরেশনের দায়িত্বশীল কর্মকর্তারা কি চোখ বন্ধ করে আছেন?”
আশিক নামে একজন বলেন,
“দেয়ালে ‘এখানে ময়লা ফেলা নিষেধ’ লেখা থাকলেও তা উপেক্ষা করে প্রতিদিন এখানে ময়লা ফেলা হচ্ছে। এটি কেবল বিরক্তিকরই নয়, স্বাস্থ্যঝুঁকিও তৈরি করছে। স্থায়ী সমাধান না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।”
শিক্ষার্থীরা অবিলম্বে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসকের হস্তক্ষেপ দাবি করেছেন এবং অনুরোধ করেছেন, যেন শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা হয়।