নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে আলোচিত সোহাগ হত্যা মামলায় আরও দুই এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ।
গ্রেফতারকৃতরা হলেন—সজীব ব্যাপারী (২৭) ও মোঃ রাজিব ব্যাপারী (২৫)। রবিবার (১৩ জুলাই ২০২৫) রাত আনুমানিক ৩টা ৩৫ মিনিটে নেত্রকোণা জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ডিবি উত্তরা বিভাগ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে ডিবি উত্তরা বিভাগের একটি চৌকস টিম নেত্রকোণা জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
ঘটনার পটভূমি:
গত ৯ জুলাই (বুধবার) বিকেল আনুমানিক ৬টার দিকে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের ৩ নম্বর গেটের সামনের পাকা রাস্তায় একদল সন্ত্রাসী লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯)-কে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।
খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সোহাগের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
পরে নিহতের বড় বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
অগ্রগতি:
এ ঘটনায় এর আগে পাঁচজন আসামিকে পুলিশ ও র্যাব গ্রেফতার করেছিল। সর্বশেষ এই দুইজনসহ এখন পর্যন্ত মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে।
ডিএমপি জানায়, মামলার বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।