হিলিতে চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা: গ্রেপ্তার ২, পলাতক মূল অভিযুক্ত

মাহবুব হোসেন মেজর, জেলা প্রতিনিধি, দিনাজপুর:
দিনাজপুরের হাকিমপুর (হিলি) পৌরসভার দক্ষিণ বাসুদেবপুর (মালে পাড়া) এলাকায় চোর সন্দেহে আটকে রেখে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে বাবলু মিয়া (৩২) নামের এক যুবককে। গুরুতর আহত অবস্থায় বিজয় নামে আরেক যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (১২ জুলাই) বিকেল আনুমানিক ৫টায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত বাবলু মিয়া একই এলাকার বাসিন্দা এবং জীবিকার জন্য ট্রেনে ট্রেনে নামাজ শিক্ষা বই, আতর-সুরমা ও তসবিহ ফেরি করে বিক্রি করতেন।

স্থানীয়রা জানান, অভিযুক্ত রাব্বি (৩২), পিতা আব্দুল গণি, বাবলু ও বিজয়কে চোর সন্দেহে তার বাড়িতে আটক করে। পরে নির্মমভাবে মারধর করলে বাবলু ঘটনাস্থলেই মারা যান। ঘটনাস্থলে থাকা বিজয়কে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় জড়িত সন্দেহে রাব্বির শাশুড়ি মোছাঃ লিনা পারভীন (৪০) এবং মোঃ জিয়া মন্ডল (২৫)-কে গ্রেফতার করেছে হাকিমপুর থানা পুলিশ। অভিযুক্ত রাব্বি ও তার স্ত্রী মোছাঃ মিম বর্তমানে পলাতক।

বাবলুর পরিবারের দাবি, আগের দিন রাব্বির বাড়িতে চুরির অভিযোগে বাবলুকে জোর করে ধরে নিয়ে মারধর করা হয়। শনিবার আবারো বাড়িতে গিয়ে বাবলুকে ধরে এনে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়।

বাবলুর মা বলেন, “আমার ছেলে কখনও চুরি করেনি। সে ফেরি করে সংসার চালায়। ওদের বাড়ি থেকে খবর পেয়ে থানায় গিয়ে পুলিশের কাছে সাহায্য চাই। পুলিশ ঘটনাস্থলে গেলেও বাবলুকে উদ্ধার করেনি। কিছুক্ষণ পর জানতে পারি সে মারা গেছে।”

ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী হাকিমপুর থানার সামনে বিক্ষোভ ও ফাঁসির দাবিতে স্লোগান দেয়। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুল হক সুষ্ঠু তদন্তের আশ্বাস দিলে তারা থানা ত্যাগ করেন।

এদিকে স্থানীয়রা অভিযোগ করেন, পুলিশ সময়মতো পদক্ষেপ নিলে হয়তো এই হত্যাকাণ্ড এড়ানো যেত।

হাকিমপুর থানা পুলিশ নিহত বাবলুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং পলাতক রাব্বিকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *