নিজস্ব প্রতিবেদক। ঢাকা, ১২ জুলাই ২০২৫:
“আমরা কোনো বিশেষ দল বা গোষ্ঠীর বিরুদ্ধে নই, বরং আমরা সকল প্রকার অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে”— এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।
আজ বিকেল ৫টা ৩০ মিনিটে রাজধানীর তেজগাঁও সাতরাস্তা থেকে শুরু হয়ে মগবাজারে শেষ হওয়া এক বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে তিনি এ কথা বলেন। মিছিলটি মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আয়োজন করা হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য নাজিম উদ্দীন মোল্লা, ডা. ফখরুদ্দীন মানিক, ইয়াছিন আরাফাত, হেদায়েত উল্লাহ, ইঞ্জিনিয়ার নোমান আহমেদি প্রমুখ।
ড. রেজাউল করিম বলেন, “যারা নিজেদের কর্মীদের নিয়ন্ত্রণ করতে পারে না, এ দেশের শান্তিপ্রিয় জনগণ কখনোই তাদের গ্রহণ করবে না বরং আসন্ন নির্বাচনেই তাদের প্রত্যাখ্যান করবে।” তিনি আরও বলেন, “অপশাসন ও দুঃশাসনের মাধ্যমে যারা দীর্ঘ ১৫ বছর জনগণের ওপর জুলুম-নির্যাতন চালিয়েছে, তারা ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াবে।”
তিনি অভিযোগ করেন, “আগে হেলমেট বাহিনী দিয়ে জনগণের ওপর আক্রমণ করা হতো, এখন বড় পাথর বাহিনী মানুষের জীবন কেড়ে নিচ্ছে। মিডফোর্ডে ব্যবসায়ীকে পাথর ছুঁড়ে হত্যা তার জঘন্য উদাহরণ।”
তিনি বলেন, “গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে যারা লড়াই করছে, তারা ঘরে বসে থাকবেন না। সময় এসেছে ঐক্যবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তোলার।”
প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে ড. রেজাউল করিম বলেন, “অপরাধ দমনে জিরো টলারেন্স দেখাতে হবে। যদি তা সম্ভব না হয়, তাহলে পদত্যাগ করে নতুন গণবান্ধব প্রশাসন গঠনের সুযোগ দিন।”
শেষে তিনি সকল রাজনৈতিক মত-পার্থক্য ভুলে নতুন বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।