২৩,০০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার, জব্দ মোটরসাইকেল

ঢাকা, ১২ জুলাই ২০২৫:
উত্তরা ট্রাফিক বিভাগের নিয়মিত তল্লাশি চৌকিতে তেইশ হাজার পিস ইয়াবাসহ দুই মোটরসাইকেল আরোহীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন—মো. আব্দুল হামিদ (২৮) ও মো. রাহাত উল্লাহ। তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, শনিবার বিকেল আনুমানিক ৫টা ২৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশমুখের গোলচত্বরে রুটিন চেকপোস্ট পরিচালনার সময় একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হয়। কাগজপত্র যাচাইয়ের সময় পেছনে বসা আরোহী আব্দুল হামিদের ব্যাগ দেখে সন্দেহ হলে পুলিশ তল্লাশি চালায়। এতে ব্যাগের ভিতর থেকে ২৩,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উক্ত ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ।

ট্রাফিক বিভাগের একজন কর্মকর্তা জানান, সম্প্রতি বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। একই সঙ্গে কাগজপত্রবিহীন ও সন্দেহজনক যানবাহনের বিরুদ্ধে নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *