মিডফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে গণতান্ত্রিক ছাত্রসংসদ ও যুবশক্তির বিক্ষোভ মিছিল

কুড়িগ্রাম প্রতিনিধি | ১১ জুলাই ২০২৫:
ঢাকার মিডফোর্ড হাসপাতাল এলাকায় ভাঙারি ব্যবসায়ী সোহাগকে পাথর ছুঁড়ে নির্মমভাবে হত্যা এবং নিহতের মরদেহের ওপর নৃত্য করার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ ও জাতীয় যুব শক্তি, কুড়িগ্রাম জেলা শাখা।

গতকাল (বৃহস্পতিবার) দিবাগত রাত ১০টায় কলেজ মোড়স্থ বিজয় স্তম্ভ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তৃতা করেন গণতান্ত্রিক ছাত্রসংসদের জেলা আহ্বায়ক জাহিদ হাসান, সদস্য সচিব সাদিকুর রহমান, জাতীয় যুব শক্তির জেলা আহ্বায়ক এম রশিদ আলী, মুখ্য সংগঠক হাফিজুর রহমান বাবু এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রাম জেলা শাখার প্রধান সমন্বয়কারী মুকুল মিয়া।

বক্তারা বলেন, “চাঁদাবাজদের কোনো দল নেই, মত নেই। যারা মিডফোর্ডে প্রকাশ্য দিবালোকে পাথর ছুঁড়ে একজন ব্যবসায়ীকে হত্যা করেছে, তাদের দ্রুত বিচার করে ফাঁসি কার্যকর করতে হবে। এই নৃশংসতা জাহেলি যুগের বর্বরতাকেও হার মানিয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সমন্বয়কারী রাশেদুজ্জামান তাওহীদ, মাসুম মিয়া, মাহমুদুল হাসান জুয়েল, ছাত্রসংসদের নেতা খন্দকার আল ইমরানসহ জেলা নেতৃবৃন্দ।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *