নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে ঘটে যাওয়া নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ ও র্যাব।
গত ৯ জুলাই (বুধবার) বিকেল আনুমানিক ৬টার দিকে হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে পাকা রাস্তায় একদল দুর্বৃত্ত লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) নামের এক ব্যক্তিকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।
ঘটনার খবর পেয়ে কোতয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ নিহতের মরদেহের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
তদন্তে নামার পর পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে এবং রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি মাহমুদুল হাসান মহিন (৪১) ও তারেক রহমান রবিন (২২)-কে গ্রেফতার করে। এ সময় রবিনের হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ব্যবসায়িক বিরোধ ও পুরনো শত্রুতার জের ধরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
পুলিশ জানায়, এই ঘটনায় আরও দু’জনকে র্যাব গ্রেফতার করেছে। ফলে এখন পর্যন্ত মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।