নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের (সিএমপি) উত্তর-দক্ষিণ বিভাগের টিম-০৪ অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (৯ জুলাই ২০২৫) চান্দগাঁও ও বহদ্দারহাট এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মো. ইয়াছিন ওরফে সাকিব (২৫), পিতা মৃত আব্দুল কাদের, সাং পূর্ব হাসনাবাদ, থানা ভূজপুর; এবং মো. নাজিম (২২), পিতা মো. হেলাল, সাং ইসলামপুর, থানা ভূজপুর। দুজনের বাড়িই চট্টগ্রামে।
এসআই (নিরস্ত্র) সুমন দে-র নেতৃত্বে ডিবি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানে তাদের হেফাজত থেকে মোট ৮ কেজি গাঁজা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(খ) ধারায় মামলা (নং-১১, তারিখ ১০/০৭/২০২৫) রুজু করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, তাদের বিরুদ্ধে আগেও একাধিক মাদক সংশ্লিষ্ট মামলা রয়েছে।
সিএমপির একজন কর্মকর্তা জানান, মাদকের বিরুদ্ধে চলমান জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এই ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।