শাহজাহানপুর থানা পুলিশের সফল উদ্যোগ: হারানো ৬৩টি মোবাইল ফোন মালিকদের কাছে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা মেট্রোপলিটন পুলিশের শাহজাহানপুর থানা বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৬৩টি মোবাইল ফোনসেট উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেছে।

থানা সূত্রে জানা যায়, গত ১ জুন থেকে ৩০ জুন ২০২৫ সালের মধ্যে প্রাপ্ত সাধারণ ডায়েরিগুলোর ভিত্তিতে পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন স্থান থেকে এসব মোবাইল ফোন উদ্ধার করে।

মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ শাহরিয়ার আলী বিপিএম-এর দিকনির্দেশনায় শাহজাহানপুর থানার একদল চৌকস কর্মকর্তা নিরলস প্রচেষ্টায় এই উদ্ধার অভিযান সফল করেন।

আজ বৃহস্পতিবার (১০ জুলাই) শাহজাহানপুর থানা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই ফোনগুলো মালিকদের কাছে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ ফয়েজ ইকবাল।

হারানো ফোন ফিরে পেয়ে সন্তোষ প্রকাশ করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁরা পুলিশের এ মানবিক ও পেশাদার ভূমিকাকে সাধুবাদ জানান এবং আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ঢাকা মহানগর পুলিশের এ ধরনের উদ্যোগ জনগণের মধ্যে পুলিশি সেবার প্রতি আস্থা ও সহযোগিতার সম্পর্ক আরও দৃঢ় করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *