নিজস্ব প্রতিবেদক: জাতীয় প্রতীক সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা সারজিস আলম। নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, “শাপলা জাতীয় প্রতীক নয়, এটি জাতীয় প্রতীকের একটি অংশ মাত্র।’’
তিনি লিখেছেন, “জাতীয় প্রতীকে যেমন শাপলা রয়েছে, তেমনি রয়েছে ধানের শীষ, পাট পাতা ও তারকা। সুতরাং শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক হিসেবে গ্রহণযোগ্য না হয়, তাহলে ধানের শীষও হওয়া উচিত নয়। আর যদি জাতীয় প্রতীকের যেকোনো একটি অংশ রাজনৈতিক প্রতীক হিসেবে গ্রহণযোগ্য হয়, তবে শাপলাও হতে পারবে।”
সারজিস আলম আরও দাবি করেন, “জাতীয় ফুল হিসেবে শাপলার প্রতীক হতে আইনগত কোনো বাধা নেই। কারণ, জাতীয় ফল কাঁঠালও তো ইতোমধ্যে নির্বাচনী প্রতীক হিসেবে রয়েছে।”
তিনি নির্বাচন কমিশনের উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, “আর যদি মার্কা দেখেই ভয় পান, তাহলে সেটা আগে থেকেই বলেন!”
উল্লেখ্য, সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা ফুল প্রতীক চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করলেও তা কমিশন প্রত্যাখ্যান করে। এনসিপি নেতার এই বক্তব্য সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে এসেছে।