কুড়িগ্রাম প্রতিনিধি, ৯ জুলাই ২০২৫:
“পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ২২ ব্যাটালিয়নের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৯ জুলাই) সকালে কুড়িগ্রাম ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় পরিচালিত বর্ডার গার্ড পাবলিক স্কুল প্রাঙ্গণ এবং ব্যাটালিয়ন সদর দফতরে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন ২২ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মাহবুব-উল-হক।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিজিবির বিভিন্ন স্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী এবং ব্যাটালিয়নের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।বিজিবি সূত্রে জানা গেছে, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের লক্ষ্য নিয়ে চলতি বছর ব্যাটালিয়ন সদর এবং সীমান্ত চৌকি (বিওপি) পর্যায়ে মোট ২,০০০টি ফলজ ও বনজ গাছের চারা রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ মাহবুব-উল-হক বলেন, “প্রকৃতি ও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়তে হলে এখন থেকেই পরিকল্পিতভাবে বৃক্ষরোপণে অংশগ্রহণ করতে হবে।”
তিনি আরও জানান, এই কর্মসূচির অংশ হিসেবে জেলার বিভিন্ন বিওপিতেও পর্যায়ক্রমে গাছের চারা রোপণ করা হবে, যা আগামী কয়েক মাসব্যাপী চলবে।
এ বৃক্ষরোপণ কার্যক্রম শুধু পরিবেশ সংরক্ষণেই নয়, বরং স্থানীয় জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধিতেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।