নিজস্ব প্রতিবেদক, যশোর:
প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎকারী ‘রিয়াল প্রতারক চক্রের’ চার সদস্যকে গ্রেফতার করেছে যশোর জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিম। খুলনার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় প্রতারণায় ব্যবহৃত মোবাইল, সিম, মোটরসাইকেল এবং নগদ টাকা উদ্ধার করা হয়।
ভুক্তভোগী মোঃ সিরাজুল ইসলাম, যিনি ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানার সলেমানপুর গ্রামের কাঁচামাল ব্যবসায়ী, এক মাস আগে চার প্রতারকের সঙ্গে পরিচিত হন। তারা নিজেদের কাছে থাকা সৌদি রিয়াল বিক্রির কথা বলে প্রতিটি রিয়াল মাত্র ১৫ টাকায় দেওয়ার প্রস্তাব দেন। বাজারমূল্যের তুলনায় অস্বাভাবিক কম দামে প্রস্তাব পাওয়ায় সিরাজুল আকৃষ্ট হন এবং পুরো রিয়াল কিনতে সম্মত হন।
এরপর গত জুনের মাঝামাঝি সময়ে প্রতারকরা সিরাজুলকে ফোনে ডেকে যশোরের অভয়নগর থানার নওয়াপাড়া বুইকারা পশু হাসপাতালে আসতে বলেন। সেখানে তারা সিরাজুলের কাছ থেকে নগদ চার লক্ষ টাকা নিয়ে রিয়াল থাকার কথা বলে কাপড়ে মোড়ানো একটি বান্ডিল ধরিয়ে দেন। পরে নিরিবিলি স্থানে বান্ডিল খুলে সিরাজুল দেখতে পান ভেতরে কিছু কাগজ ও একটি ভিম সাবান। বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন।
ভুক্তভোগী সিরাজুল ইসলাম যশোর জেলা পুলিশের দ্বারস্থ হলে, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিম এসআই (নিঃ) দেবব্রত ঘোষের নেতৃত্বে তদন্ত শুরু করে। প্রযুক্তির সহায়তায় প্রতারক চক্রের অবস্থান শনাক্ত করে ৮ জুলাই সকালে খুলনার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত
- মোবাইল ফোন ৪টি,
- সিম কার্ড ৭টি,
- নগদ ৮৩,৫০০ টাকা,
- একটি মোটরসাইকেল (এফজেড ভার্সন-৩) উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত ১ নম্বর আসামি আব্দুল হামিদ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।