কুড়িগ্রাম প্রতিনিধি:
আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক কমিটির সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যা ৬টায় কুড়িগ্রাম পৌরসভার সবুজপাড়া এলাকার জেলা কার্যালয়ে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
জেলা আহ্বায়ক ডা. মো. নজরুল ইসলাম খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মো. রাজু আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আবুবকর সিদ্দিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সদস্য সচিব মো. জাহিদুল ইসলাম জুয়েল, অর্থ সম্পাদক মো. পনির উদ্দিন, চিলমারী শাখার যুগ্ম সাংগঠনিক সম্পাদক এ এস এম সাজ্জাদুল ইসলাম, ফুলবাড়ীর সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজর আলী, উলিপুরের মহিলা বিষয়ক সম্পাদক মোছা. হিরা বেগমসহ জেলা ও উপজেলার নেতাকর্মীরা।
বক্তারা বলেন, “সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার”—এই তিনটি মূলনীতির ভিত্তিতে একটি অধিকারভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় দায়বদ্ধতার সঙ্গে রাজনীতি করতে হবে। পাশাপাশি ওয়ার্ড পর্যন্ত সংগঠন বিস্তারের মাধ্যমে কুড়িগ্রাম জেলাকে এবি পার্টির ঘাঁটি হিসেবে গড়ে তোলার আহ্বান জানান নেতারা।
অনুষ্ঠানের শেষাংশে জেলা আহ্বায়ক ডা. মো. নজরুল ইসলাম খাঁন, সদস্য সচিব মো. জাহিদুল ইসলাম জুয়েলসহ আহ্বায়ক কমিটির ৫১ সদস্যকে ফুলের মালা পরিয়ে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয়।