নিজস্ব প্রতিবেদক:
ঢাকার মিরপুরে চাঁদাবাজির ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর মডেল থানা।
গ্রেফতারকৃতরা হলেন— আনোয়ার হোসেন তাবিদ (৩৫), মোঃ মিন্টু মিয়া (৩৫), মোঃ রতন মিয়া (৩৪) ও মোঃ ইসমাইল হোসেন (২৪)। সোমবার (৭ জুলাই ২০২৫) রাত আনুমানিক ৩টার দিকে মিরপুরের পশ্চিম মনিপুর এলাকার প্রতীক ভিলা নামক একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।
থানা সূত্রে জানা যায়, এর আগের দিন রাতে (৬ জুলাই) আনুমানিক ১০টার দিকে গ্রেফতারকৃতরা সহ অজ্ঞাতনামা আরও ৮-১০ জন মিলে উক্ত বাসায় হামলা চালায়। তারা বাসার বাসিন্দাদের জিম্মি করে “আওয়ামী লীগের ফ্যাসিস্ট” বলে আখ্যা দিয়ে ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। পরে ভুক্তভোগীরা বাধ্য হয়ে তাদের ৫ লক্ষ টাকা প্রদান করে।
রাত ৩টার দিকে পুলিশ ও র্যাব সদস্যরা উপস্থিত হলে চাঁদাবাজরা পালানোর চেষ্টা করে। তখন চারজনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে চাঁদাবাজির আদায়কৃত ১৬ হাজার টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
এ ঘটনায় মিরপুর মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।