প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক। ঢাকা, ৭ জুলাই ২০২৫ (সোমবার): যথাযথ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) এর সুবর্ণ জয়ন্তী তথা ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ১৯৭৫ সালের ৫ জুলাই স্বাধীন বাংলাদেশে পিজিআর গঠিত হয়।

সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন সকালে পিজিআর সদর দপ্তরে পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং পিজিআর কমান্ডার।রাষ্ট্রপতি কোয়ার্টার গার্ড পরিদর্শন শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এবং রেজিমেন্টের অফিসার ও জেসিওদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। পরে শহিদ ক্যাপ্টেন হাফিজ হলে আয়োজিত দরবারে পিজিআর সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য দেন।

বক্তব্যে তিনি পিজিআর-এর ৫০ বছর পূর্তিতে সবাইকে শুভেচ্ছা জানান এবং মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের স্মরণ করেন। একইসঙ্গে পিজিআর-এর পাঁচজন শহীদ সদস্যসহ প্রয়াত সকল সৈনিকের আত্মার শান্তি কামনা করেন। পিজিআর সদস্যদের নিষ্ঠা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের প্রশংসা করে দায়িত্ব পালনে আন্তরিক থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খানসহ সশস্ত্র বাহিনী বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাষ্ট্রপতির সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *