কুড়িগ্রামে কঠোর নিরাপত্তার মধ্যে শান্তিপূর্ণভাবে উল্টো রথযাত্রা উদযাপন

কুড়িগ্রাম প্রতিনিধি | ৫ জুলাই ২০২৫, শনিবার:
কুড়িগ্রামে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

শনিবার (৫ জুলাই) বিকেলে জেলা শহরের পুরাতন হাসপাতালপাড়া (ডায়াবেটিক হাসপাতাল মোড়) এলাকা থেকে রথযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হরিকেশ মন্দিরে গিয়ে শেষ হয়। ধর্মীয় এই আয়োজন ঘিরে সাধারণ মানুষের মাঝে আনন্দ ও উৎসাহ লক্ষ্য করা গেছে।

উৎসবটি নির্বিঘ্ন করতে কুড়িগ্রাম জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। উৎসব চলাকালীন সারা এলাকায় ছিল সতর্ক নজরদারি।

কুড়িগ্রাম সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আহাদ জানান,

“রংপুর অঞ্চলের ৭২ পদাতিক ডিভিশনের অধীনস্থ বিজয়ী বাইশ ব্রিগেডের সার্বিক তত্ত্বাবধানে কুড়িগ্রাম শহর ও আশপাশের এলাকায় আজকের উল্টো রথযাত্রায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়। সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে ধর্মীয় নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। এই অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আমরা সবসময় প্রস্তুত।”

জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন,

“সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘ্নভাবে উদযাপনে প্রশাসনের পক্ষ থেকে সর্বস্তরে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। সকলের সম্মিলিত সহযোগিতায় রথযাত্রা উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।”

উল্লেখ্য, গত ২৭ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত রথযাত্রা উৎসব উপলক্ষে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কুড়িগ্রাম শহরে কঠোর নিরাপত্তা বজায় রাখা হয়। নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্টি প্রকাশ করেছেন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও ভক্তরা।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *