মোল্লা তানিয়া ইসলাম তমা। মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুর সদর উপজেলার ছিলারচর ইউনিয়ন বিএনপির দীর্ঘ ১৮ বছরের সভাপতি, সাবেক চেয়ারম্যান এবং বিশিষ্ট সমাজসেবক প্রয়ত হাজী আব্দুল মালেক মোল্লা সাহেবের সুযোগ্য সন্তান মোঃ বাবুল মোল্লা বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন আধুনিক বাংলাদেশের স্থপতি এবং গণতন্ত্রের প্রাণপুরুষ। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে নতুন প্রজন্ম রাজনীতিতে সঠিক পথ অনুসরণ করবে।
প্রতিবেদকের সঙ্গে একান্ত আলাপচারিতায় বিএনপি নেতা বাবুল মোল্লা বলেন, “শহীদ জিয়ার আদর্শ ও বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতি আমাকে ছাত্র জীবন থেকেই অনুপ্রাণিত করেছে। রাজনীতি কোনো ব্যক্তি স্বার্থে নয়, জনকল্যাণের জন্য হওয়া উচিত।”
তিনি বলেন, “আমি ছিলারচরের অসহায় মানুষের পাশে অতীতে ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলবো। আমি চাই ইউনিয়নটি হোক একটি অপরাধমুক্ত, শান্তিপূর্ণ জনপদ।”
বাবুল মোল্লা দাবি করেন, আওয়ামী লীগ সরকার বারবার শহীদ জিয়ার নাম মুছে ফেলার চেষ্টা করেছে। অথচ জাতি কখনও জিয়াকে ভুলে যাবে না। “জিয়ার কর্মই তাঁর অস্তিত্বকে অমর করে রেখেছে,” বলেন তিনি।
তিনি আরও বলেন, “জাতীয় সংকট থেকে মুক্তি পেতে হলে শহীদ জিয়ার আদর্শে ফিরতে হবে। তাঁর গড়া দল বিএনপি এবং তাঁরই সুযোগ্য সন্তান তারেক রহমান দেশের ভবিষ্যৎ নেতৃত্ব দিতে প্রস্তুত।”
সর্বশেষে তিনি সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে রাজনৈতিক সচেতনতা বাড়ানোর আহ্বান জানান।