নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ৪ জুলাই ২০২৫ (শুক্রবার): আগামী ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ সফল করতে তেজগাঁও থানা দক্ষিণ জামায়াতের উদ্যোগে একটি স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।
থানা আমীর ইঞ্জিনিয়ার নোমান আহমেদীর নেতৃত্বে এবং থানা নায়েবে আমীর এস এম মনির আহমেদের পরিচালনায় মিছিলটি রাজধানীর নাখালপাড়া বাইতুল আতিক জামে মসজিদের সামনে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শুরু হয়। এরপর মিছিলটি তেজকুনি পাড়া, খেলাঘর মাঠ, কাঁঠালতলা, বিজয় সরণি, ফার্মগেট হয়ে রেলওয়ে স্টেশনের সামনে গিয়ে শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে থানা আমীর ইঞ্জিনিয়ার নোমান আহমেদী বলেন, “জুলাই ২০২৪-এর পর এক বছর পেরিয়ে গেছে, কিন্তু জনগণ এখনো প্রত্যাশিত স্বাধীনতার অধিকার ফিরে পায়নি। অবিলম্বে ‘জুলাই সনদ’ দিতে হবে।”
তিনি আরও বলেন, “সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে জামায়াতে ইসলামীই একমাত্র বিকল্প। বিগত সময়ে জামায়াতের দুইজন মন্ত্রী সততা ও আমানতের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। জামায়াতের নেতৃত্বেই বাংলাদেশ নিরাপদ হতে পারে।”
তিনি ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ সফল করতে সর্বস্তরের জনগণকে সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত থাকার আহ্বান জানান এবং দল ঘোষিত সাত দফা আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান।
মিছিলে আরও উপস্থিত ছিলেন—থানা কর্ম পরিষদ সদস্য ডা. তৌফিকুল ইসলাম, আলী আকবর, আব্দুল হক, আব্দুল্লাহ আল হাসান, সাইফুল ইসলাম, ডা. আল-আমিন, অ্যাডভোকেট মারুফ, রাফি উদ্দিন, মহিব্বুল্লাহ, নজরুল ইসলাম, তোফাজ্জল হোসেন মজুমদার ও কাউছার হোসেন ভূঁইয়া প্রমুখ।