ফুলবাড়ীতে আন্তঃউপজেলা নামযজ্ঞ মহোৎসব পর্ষদের সভাপতি শুশীল, সম্পাদক কার্তিক পুনরায় নির্বাচিত

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ীতে আন্তঃউপজেলা নামযজ্ঞ মহোৎসব উদযাপন পর্ষদের পঞ্চ-বার্ষিক কাউন্সিলে সভাপতি হিসেবে শুশীল কুমার রায় এবং সাধারণ সম্পাদক হিসেবে কার্তিক চন্দ্র সরকারকে পুনরায় নির্বাচিত করা হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) দুপুরে পূর্ব চন্দ্রখানা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে পর্ষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শুশীল কুমার রায় এবং সঞ্চালনায় ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক হরিশংকর রায়।

অধিবেশনে বক্তব্য রাখেন—শংকর কুমার সেন, কিশোরী চন্দ্র রায়, ভারত চন্দ্র রায়, শুশীল চন্দ্র রায়, শুষেন কুমার রায়, অনীল চন্দ্র রায়, স্বপন কুমার অধিকারী, খগেন্দ্র চন্দ্র সরকার, অমল চন্দ্র রায়, গোপাল চন্দ্র রায়, বীরেন্দ্র নাথ রায়, প্রদীপ চন্দ্র রায় প্রমুখ।

বিকেল ৩টায় কাউন্সিলের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয় সহসভাপতি কানাই লাল সেনের সভাপতিত্বে এবং সঞ্চালনায় ছিলেন শংকর চন্দ্র সেন।

এতে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে আগামী পাঁচ বছরের জন্য শুশীল কুমার রায়কে সভাপতি ও কার্তিক চন্দ্র সরকারকে সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত করা হয়।

সভাপতি জানান, আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *