নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ২ জুলাই ২০২৫ (বুধবার): দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট আজ দেশের তিনটি স্থানে পৃথক অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে অনিয়ম, অর্থ আত্মসাৎ ও হয়রানির অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
🔹 অভিযান ১: ইউজিসিতে অনিয়ম তদন্ত
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-তে অবৈধ নিয়োগ, বিধিবহির্ভূত ঋণ প্রদান এবং রেস্টুরেন্ট সংস্কারে অস্বাভাবিক ব্যয় সংক্রান্ত অভিযোগে দুদক প্রধান কার্যালয় থেকে অভিযান চালানো হয়। অভিযানে ইউজিসির বর্তমান সচিবের নিয়োগ প্রক্রিয়া, ভিত্তি এবং যথার্থতা যাচাই করা হয়। এছাড়া বুটেক্স-এর পদোন্নতি সংক্রান্ত অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। সব তথ্য ও রেকর্ড বিশ্লেষণ করে কমিশনের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবে এনফোর্সমেন্ট টিম।
🔹 অভিযান ২: পীরগাছায় আশ্রয়ণ প্রকল্পে ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ
রংপুর জেলার পীরগাছা উপজেলার আশ্রয়ণ প্রকল্পে প্রায় ১০ কোটি টাকা আত্মসাৎ এবং ঘর বিতরণে অনিয়মের অভিযোগে দুদকের রংপুর সমন্বিত জেলা কার্যালয় একটি অভিযান চালায়। সরেজমিন পরিদর্শনে প্রকল্পে অনিয়মের বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়েছে। পরবর্তীতে এসব তথ্য পর্যালোচনা করে একটি বিস্তারিত প্রতিবেদন কমিশনে দাখিল করা হবে।
🔹 অভিযান ৩: নোয়াখালী জেনারেল হাসপাতালে সেবায় হয়রানি ও অতিরিক্ত ফি আদায়
নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের কিডনি ডায়ালাইসিস ইউনিটে চিকিৎসাসেবা প্রদান সংক্রান্ত অনিয়ম ও হয়রানির অভিযোগে অভিযান চালায় দুদক, নোয়াখালী কার্যালয়। রোগীদের কাছ থেকে ক্যাথেটার, ফিস্টুলা ও মেডিকেল টেস্টের ক্ষেত্রে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগের সত্যতা মেলে। তত্ত্বাবধায়ককে জিজ্ঞাসাবাদ করা হলেও তিনি সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। সংশ্লিষ্ট রেকর্ড যাচাই করে কমিশনে প্রতিবেদন জমা দেওয়া হবে।
দুদকের এই ত্রিমাত্রিক অভিযানগুলোতে সরকারি সেবা খাতে চলমান অনিয়ম, দুর্নীতি এবং জনগণের হয়রানির চিত্র স্পষ্ট হয়ে উঠেছে। কমিশন জানিয়েছে, এসব অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।